কলকাতারাজ্যের খবর
Trending

আবারও গরমের দাপট, বৃষ্টির কি সম্ভাবনা থাকছে, কি বলছে হাওয়া অফিস ?

Heat again, what is the possibility of rain, what is the wind office saying?

The Truth Of Bengal: গায়ে জ্বালা ধরাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকেই ভ্যাপসা গরম। ওদিকে উত্তরের অধিকাংশ জেলায় মঙ্গলবার  সূর্যের দেখা নেই। দক্ষিণবঙ্গে ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু’দিনে আরও ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলায়। পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। জারি হয়েছে সতর্কতা।

বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি পৌঁছতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। শুকনো আবহাওয়া থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আপাতত আরও কিছুদিন গরমে ভুগতে হতে পারে দক্ষিণবঙ্গের মানুষকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে নির্ধারিত দিনের আগেই চলে এসেছে বর্ষা। ইতিমধ্যেই কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে।

ওদিকে গত মাসের শেষেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। যার জেরে উত্তরের জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইসলামপুরেই আটকে আছে। অবস্থা অনুকূল থাকলে ১২ কিংবা ১৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles