কলকাতা

দুপুর ৩ টেয় পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

Hearing of RG Kar case postponed to 3 pm

Truth Of Bengal: ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানির সময়। বুধবার দুপুর ৩ টের সুপিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের তালিকায় ৩৪ নম্বরে রয়েছে আরজি কর মামলা। এদিন কোর্টে আরজি কর তদন্তের স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই। এর সঙ্গে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে সিভিক নিয়োগ রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার আরজি কর মামলার শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতির সময়ের তা অভাবে পিছিয়ে বুধবার সকাল ১১ টায় শুনানির সময় নির্ধারণ করা হয়েছিল। এবার সে সময় পিছিয়ে এদিন ৩ টেয় শুরু হবে শুনানি।

Related Articles