দুর্গাপূজোয় টানা ছুটি সরকারি কর্মচারীদের, প্রকাশ পেল ২০২৬ সালের রাজ্য সরকারের ছুটির তালিকা
শুধু দুর্গাপূজা নয়, কালীপুজো–ভাইফোঁটা মিলিয়েও এক দিনের ক্যাজুয়াল লিভ নিলেই টানা আট দিনের ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের।
Truth Of Bengal: নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়েই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা একসঙ্গে মিলিয়ে আগামী বছর সরকারি কর্মীরা পাচ্ছেন টানা ১২ দিনের ছুটি। শনি–রবি ছুটিকে যোগ করলে এই দীর্ঘ ছুটির সুবিধা মিলবে বলে জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। শুধু দুর্গাপূজা নয়, কালীপুজো–ভাইফোঁটা মিলিয়েও এক দিনের ক্যাজুয়াল লিভ নিলেই টানা আট দিনের ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের।নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১–র ধারা ২৫–এর ক্ষমতাবলে নবান্ন এই তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের ১৯৫৭ সালের নির্দেশিকাও অনুসরণ করা হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্গাপূজোয় টানা ছুটি সরকারি কর্মচারীদের, প্রকাশ পেল ২০২৬ সালের রাজ্য সরকারের ছুটির তালিকা pic.twitter.com/Vnts8HKo6o
— TOB DIGITAL (@DigitalTob) November 27, 2025
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিস্ট–১–এ থাকা দিনগুলি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে এবং সেদিন রাজ্যের সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে। তবে রেজিস্ট্রার অফ অ্যাশিওরেন্সেস, কলকাতা এবং কলেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ, কলকাতা—এই দুই দফতর বাদে লিস্ট–২–এর তারিখেও বাকি সব সরকারি অফিস বন্ধ থাকবে, যদিও সেগুলি আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি নয়।
মুসলিম উৎসব সহ বিভিন্ন উপলক্ষের ছুটি সম্পর্কে কিছু বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী,কোনও উৎসবের ছুটি সাপ্তাহিক ছুটি বা অন্য সরকারি ছুটির সঙ্গে মিলে গেলে বিকল্প ছুটি অনুমোদিত হবে না। ইদ–উল–ফিতর, ইদ–উল–জোহা, মহরম, ফাতেহা–দোয়াজ–দাহম ও শবে বরাত এই সব উৎসবের তারিখ চাঁদ দেখার উপরে নির্ভরশীল। প্রয়োজন হলে মূল ছুটির দিন পরিবর্তন করে আলাদা নির্দেশে জানানো হবে।






