দেবদীপাবলি উপলক্ষে রাসপূর্ণিমার দিন আলোকমালায় সেজে ওঠে গঙ্গার ঘাট,জলাশয় ভাসানো হয় প্রদীপ, জানেন কী এই দেবদীপাবলি?
Ganga Ghats decorated with lights on the day of Ras Purnima on the occasion of Dev Diwali

Truth of Bengal, মৌ বসুঃ কার্তিক মাসের শুক্লপক্ষের অমাবস্যা তিথিতে পালন করা হয় আলোর উৎসব দীপাবলি। হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব দীপাবলি। দীপাবলির পর আসে দেবদীপাবলি। এখন গোটা দেশেই সাড়ম্বরে পালিত হয় এই বিশেষ উৎসব। দীপাবলির ১৫ দিন পর কার্তিক পূর্ণিমা বা রাসপূর্ণিমার দিন পালন করা হয় দেবদীপাবলি। পুরাণ মতে, এদিন গঙ্গার ঘাটে সব দেবদেবীরা জড়ো হন আর আলোর উৎসব দীপাবলি পালন করেন।
পুরাণ কাহিনীতে বলা হয়েছে, ত্রিপুরাসুর নামে এক অসুরের অত্যাচারে স্বর্গের দেবতাদের ত্রাহি অবস্থা হয়। রক্ষা পেতে দেবতারা আশ্রয় চান দেবাদিদেব মহাদেবের কাছে। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেবাদিদেব মহাদেব বধ করেন ত্রিপুরাসুরকে। অসুর বধের পর সব দেবদেবী গঙ্গার ঘাটে জড়ো হন আর জয়ের আনন্দে প্রদীপ জ্বালান। সে জন্যই এই দিন দেবদীপাবলি পালন করা হয়। মনে করা হয়, এদিন দেবতারা পুজো নিতে মর্ত্যে আসেন।
তাই এদিন পুজো করলে দ্বিগুন লাভ হয়। মনস্কামনা পূর্ণ হয়। বছরের ৩৬৫ দিনের কথা মাথায় রেখে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে ৩৬৫টি প্রদীপ জ্বালানো হয়। শিবঠাকুরের আপন শহর গঙ্গাতীরের বারাণসীও সেজে উঠেছে দেবদীপাবলি উপলক্ষে। বারাণসীর সমস্ত গঙ্গার ঘাট, জলাশয় ও বিশ্বনাথ মন্দির সাজানো হবে প্রদীপের আলোয়। সরাসরি সেই সম্প্রচার দিল্লি থেকে বসে দেখবেন বারাণসীর লোকসভা সাংসদ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরজন্য প্রধানমন্ত্রীর বাসভবন ও দফতরে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার কারণে বারাণসী ও লাগোয়া এলাকায় নো ফ্লাই জোন ঘোষণা করেছে প্রশাসন। ভিড়, জনসমাগমের কথা মাথায় রেখে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে। ১৭ লাখ প্রদীপ জ্বালানোর পাশাপাশি চেত সিং ঘাটে লেজার শো হবে। এছাড়াও পরিবেশবান্ধব আতসবাজি পোড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।