কলকাতা

চাঁদিফাটা গরমে আইনজীবীদের পোশাকে ছাড়!

The Truth Of Benagl: সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঘর থেকে নিষেধ করা হয়েছে কাউকেই বের হবার জন্য। বৈশাখের গরমে নাজেহাল রাজ্যবাসি। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গেছে । আর এই গরমে কালো জোব্বা পড়ে এক এজলাস থেকে অন্য এজলাস ছুটে বেড়াচ্ছে আইনজীবীরা । এই গরমে ওই জোব্বা পরে এজলাস থেকে এজলাসে যেতে গিয়ে যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছে আইনজীবীদের। আর এই গরমে আইনজীবীদের এই অসুবিধা দুর করার জন্য , শুক্রবার নতুন নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট।

এই নতুন নির্দেশিকায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে। এই গরমে আইনজীবীদের আপাতত জোব্বা পড়তে হবে না। আদালতে সাধারণত আইনজীবীরা সাদা কালো রঙের জমা ও প্যান্ট পরে আসে। রাজ্যের বর্তমান আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগনাম সিদ্ধান্ত নিয়েছেন আপাতত আইনজীবীদের কালো জোব্বা পরা থেকে ছাড় দেওয়া হবে। এই নির্দেশ কার্যকর থাকবে আগামী জুন মাসে আদালতের গ্রীষ্ম-এর ছুটি শেষ হওয়া পর্যন্ত। আগামী ২৭ মে থেকে আদালতে গ্রীষ্ম-এর ছুটি শুরু হবে। এবং ৭ই জুন পর্যন্ত এই ছুটি চলবে। ১০ই জুন থেকে আদালত আবার শুরু হবে।

Related Articles