কলকাতা

অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি, ভর্তি প্রেসিডেন্সি জেলের হাসপাতালে

Former OC of Tala police station, ailing, admitted to Presidency Jail Hospital

Truth Of Bengal: টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল অসুস্থ হয়ে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার শিয়ালদহ আদালতে হাজিরার পর থেকে তাঁর বুকে ব্যথা শুরু হয়, এবং রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

আদালত থেকে জেলে ফেরার পথে প্রিজ়ন ভ্যানে ওঠার সময় হোঁচট খেয়ে পড়েন অভিজিৎ। এক পুলিশকর্মী সাহায্য করেন, এবং অসুস্থতা অনুভব করায় তাঁকে দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

RG Kar Case-এ নাম জড়ানোর পর সিবিআই অভিজিৎ মণ্ডলকে তলব করেছিল। সেই সময়েও তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নার্সিংহোমে ভর্তি হন। বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপের জন্য তাঁকে কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ঘুরতে হয়। পরে তাঁকে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করা হয়। এর কিছুদিন পর সিবিআই তাঁকে গ্রেপ্তার করে।

শিয়ালদহ আদালতে অভিজিৎ এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হাজির করানো হয়। ধর্ষণ ও খুনের মামলায় তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট এবং এফআইআর দেরিতে রুজু করার অভিযোগ রয়েছে। অভিজিৎ-এর আইনজীবী জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা খারিজ করে দেয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। সিবিআই নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি চায়।