
The Truth of Bengal: কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারে খাবারের দোকানে আগুন। প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লেগেছে। ঘটনায় আহত অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স ও ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ রবীন্দ্রপল্লী বাজার সংলগ্ন একটি বন্ধ দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে। কৌতুহলবশত কিছু মানুষ দোকানের সামনে এগিয়ে যায়। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। দোকানের সাটার ভেঙে রাস্তায় চলে আসে আগুনের লেলিহান শিখা। আগুনের ঝলকানিতে বেশ কয়েকজন আহত হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দোকানের আগুন থেকে ইলেকট্রিক তারে ও আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলের দুটি ইঞ্জিন। তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে কি থেকে আগুন লাগলো সেটা এখনো পরিষ্কার নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Free Access