কলকাতা

বৃষ্টির সতর্কতা কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Weather Update

The Truth Of Bengal : মার্চের শুরুতেই বাড়ছে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, কোনো বঙ্গেই শীতের আমেজ নেই বললেই চলে। দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো ঘামছে রাজ্যবাসি। এরই মধ্যে ফের একবার ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী , সোমবার , মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলবে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়াও , আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা আছে । অন্যদিকে উত্তরবঙ্গেও একাধিক জেলাতেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । সোমবার থেকে দার্জিলিং, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Free Access

Related Articles