কলকাতা
কলকাতায় বহুতল থেকে বৃদ্ধের মরণঝাঁপ
Elderly man jumps to death from multi-storey building in Kolkata

Truth of Bengal: বিবাদী বাগের বহু দল থেকে ঝাঁপ ৬৮ বছরের বৃদ্ধের। নেতাজি সুভাষচন্দ্র রোড এর ঘটনা। খুন নাকি আত্মহত্যা তদন্ত করে দেখছি হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিবাদী বাগ অঞ্চলের মার্শাল হাউজ নামক বহুতল থেকে আচমকাই থেকে কিছু পড়তে দেখা যায়। সামনে গিয়ে দেখা যায় একজন বৃদ্ধের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে জানা যায় তার নাম কুমার সাউ। কি কারণে বৃদ্ধ সেই বহুতলে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
বৃদ্ধের পড়ে যাওয়ার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ফুটপাতের একাংশ ভেঙে যায়। পড়ে যাওয়ার বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। তবে কীভাবে ওই আবাসনে গেলেন বৃদ্ধ তা নিয়ে তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।