কলকাতা

মা দুর্গার কাছে হাল শক্ত করে ধরে জীবনদরিয়া পার করার আর্তি হিন্দুস্তান ক্লাবের

Durga Pujo 2023

The Truth of Bengal,Mou Basu: দেশ হোক কিংবা বিদেশ, বাঙালি যেখানেই থাকুক না কেন বছরভর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে পুজোর ক’টা দিনের জন্য। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দোরগোড়ায় হাজির বাঙালির শ্রেষ্ঠ কার্নিভাল দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবারও অভিনব থিমে চমক দিতে প্রস্তুত দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো হিন্দুস্তান ক্লাব। এই পুজোর সঙ্গে জড়িত রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার হিন্দুস্তান ক্লাবের পুজোর সৃজনের দায়িত্বে রয়েছেন বিখ্যাত থিম শিল্পী অনির্বাণ দাস। তিনি জানান এবছর হিন্দুস্তান ক্লাবের থিমের ট্যাগ লাইন হল “জীবনদরিয়া পার করো মা”।

শিল্পী অনির্বাণের কথায়, ” জীবন হল এক যাত্রা। সময় বয়ে চলে নদীর মতো। বহমান নদীর শুরু আর শেষ অবধারিত। মাঝের নদীপথ সুদীর্ঘ অথবা সংক্ষিপ্ত। নদী কখনো শান্ত, কখনো আবার স্নিগ্ধ, কখনো আবার রুক্ষ। যাত্রাপথে কখনো মেলে হিমের পরশ, আবার কখনো দরিয়ায় তুফান ওঠে। নদীর মতোই জীবনতরী বয়ে চলে তালে তালে। সোনালী রোদ মাখা অলস দুপুরে চোখের পাতা ভারী হয়ে আসে, আবার গভীর রাতেও ঘুম আসে না। স্থির অস্থিরের এই টানাপড়েনের দোলায় কেটে যায় গোটা একটা জীবন। শৈশব, কৈশোর ও যৌবন পার করে বার্ধক্য কড়া নাড়ে দরজায়। তারপর? একদিন শেষ হয় বয়ে চলা। পূর্ণ হয় জীবনের বৃত্ত। শূন্য থেকে যায় ঘর, অসমাপ্ত থেকে যায় হিসাবের খাতা। আমরা সবাই জীবন দরিয়ার যাত্রী। হিন্দুস্তান ক্লাবের সদস্যদের মা দুর্গার কাছে আর্জি “মা গো আমাদের জীবনতরীর নাইয়া! সামলে রেখো মোদের নাও। মাঝদরিয়ায় ঝড়ে আঁকড়ে ধরে রেখো হাল। পার করো মা আমাদের। তোমার সন্তান মোরা যেন থাকি দুধে ভাতে। এই হল মায়ের কাছে আমাদের আর্তি।”

কাব্যিক ঢঙে হিন্দুস্তান ক্লাবের আর্তি-
“ধরো হাল শক্ত হাতে
ভয় কি নদীর সাথে
মক্ষিকাও গলে না গো মা
যদি থাকে তোমার করুণা
দয়াময়ী, শরণ্যে ত্র্যম্বকে গৌরী
ভেসে রয় যেন সকল জীবনতরী।।”

Free Access

Related Articles