কলকাতা

যাঁদের ছাড়া সংসার অচল তাঁদের কথাই তুলে ধরছে বেহালা ক্লাব

Durga Pujo 2023

The Truth of Bengal,Mou Basu: বাঙালির শ্রেষ্ঠ কার্নিভাল দুর্গাপুজো অনেক দিন আগেই সার্বজনীন রূপ পেয়েছে। পুজো আজ জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক সক্ষমতা, লিঙ্গ নির্বিশেষে সবার। ৭৯তম বছরে বেহালা ক্লাবের নিবেদন “ভাত কাপড়”। সংসারের ঊনকোটি হ্যাপা সামলে যারা সংসার সচল রাখেন। যে সব মানুষের অক্লান্ত পরিশ্রম ছাড়া সংসার অচল, শুধু তাঁদের নয় আমাদের শহুরে নাগরিকদেরও। সেই সব প্রান্তিক গরিব মানুষের কথাই তুলে ধরবে বেহালা ক্লাব। বেহালা ক্লাবের পুজোর সামগ্রিক ভাবনা রাজেশ মাইতি ও অদিতি চক্রবর্তীর। বিষয় ভাবনা রাজেশ মাইতি ও অদিতি চক্রবর্তীর। আবহ তৈরি করছেন অর্পণ ঠাকুর চক্রবর্তী। মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছে পঞ্চানন ডেকোরেটার্স। আলো করছে দাস ইলেকট্রিক। প্রতিমা নির্মাণের দায়িত্বে রাজেশ মণ্ডল ও অদিতি চক্রবর্তী।

পুজো কমিটির কর্মকর্তা সায়ন্তন ভট্টাচার্য জানান, বিয়ের পরে বউভাতের অনুষ্ঠানে সকালে সবার সামনে স্বামী নববিবাহিতা স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়। সূচনা হয় দাম্পত্যের। ভালোবাসার সঙ্গে সঙ্গে এগিয়ে চলে কর্তব্যও। কিন্তু আমাদের সমাজে এমন কিছু প্রান্তিক গরিব নারীও আছেন যাঁদের ভাত কাপড়ের দায়িত্ব একদিন তাঁদের স্বামীরা নিয়েছিল। কিন্তু সেই কথা তাঁরা রাখেননি। এমনকি প্রাপ্য সম্মানটুকুও নিজেদের সংসারে পাননি এসব নারীরা।সবকিছু খুঁইয়ে তাঁরা আজ বাধ্য হয়েছেন সংসারের গুরুভার একার কাঁধে তুলে নিতে। এসব মহিলারা যাঁরা একদিন ভালোবেসে মন দিয়ে সংসার করতে চেয়েছিলেন তাঁরা আজ অর্থ উপার্জনের তাগিদে অন্যদের সংসারের গুরুভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন।

ভোরের প্রথম অথবা রাতের শেষ বাস, ট্রেন এসব মানুষের কঠিন লড়াইয়ের সাক্ষী থাকে। ঝি,কাজের মাসি বলে হেয় করা হয় এসব মানুষদের, যাঁদের ছাড়া আমাদের শহুরে নাগরিকদের জীবন অচল। এখন অবশ্য গৃহ সহায়িকা, গৃহ পরিচারিকার মতো নানান গালভরা সম্বোধন করে ডাকা হয় এসব মানুষদের। কিন্তু এসব পরিচয়ের আড়ালে আসলে ঢাকা পড়ে যায় এঁদের আসল পরিচয়, কঠিন জীবনসংগ্রাম। তাই এঁদের চেয়ে ভালো করে ভাত কাপড়ের মর্ম কেউই বোঝে না। যমুনাদি নামে এমনই এক মানুষের নিজের জীবনসংগ্রাম ও ভাত কাপড়ের লড়াইকেই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের পুজো মণ্ডপে।’

Free Access

Related Articles