
The Truth of Bengal: রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির আওতায় এবার ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলির প্রশিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তিন দফায় রাজ্যের বিভিন্ন জেলার ৫০০ র বেশি মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষক কে এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার কলকাতা ও সন্নিহিত জেলা গুলির মোটর ট্রেনিং প্রশিক্ষকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। মোট ৩৭৫ জন প্রশিক্ষক ওই কর্মশালায় অংশ নেন। দ্বিতীয় ধাপে আগামী ২৪ নভেম্বর দুর্গাপুরে দুই বর্ধমান, বাঁকুড়া , পুরুলিয়া ও বীরভূম জেলার প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য আগামী ১ ডিসেম্বর শিলিগুড়িতে একই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। পরিবহন ক্ষেত্রে নতুন বিধি নিয়ম এবং প্রযুক্তিগত আধুনিকীকরণের সঙ্গে সাযুজ্য রেখে মোটর প্রশিক্ষকদের প্রশিক্ষিত করে তুলতেই এই কর্মসূচির আয়োজন বলে রাজ্যের পরিবহন অধিকর্তা দিব্যেন্দু দাস জানিয়েছেন।