
The Truth of Bengal: হাড়হিম করা ঘটনা বাগুইআটির জগৎপুরে। একটি বাড়ির শৌচালয় থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ। শৌচালয়ের মধ্যে জলের ড্রামে দেহটি রাখা ছিল। আর ড্রামের মুখ সিমেন্ট দিয়ে ভরাট করা ছিল। জগৎপুর বাজার এলাকার বাসিন্দা চিকিৎসক গোপাল মুখোপাধ্যায় বাড়িটি ভাড়া দেওয়া ছিল। সেই বাড়ির তিনতলার ঘরের শৌচালয় থেকে ড্রামে রাখা দেহটি উদ্ধার হয়। যদিও মহিলার নাম পরিচয় জানা যায়নি। ওই চিকিৎসক বাড়ি পরিষ্কার করতে এসে দেখেন বাথরুমের মধ্যে একটি ড্রাম রয়েছে। যার ঢাকনা সিমেন্ট দিয়ে আটকানো।
পচা গন্ধ মেলায় তিনি মনে করেন ভেতরে কিছু আছে। সঙ্গে সঙ্গে বাগুইআটি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে ড্রামের মুখ কাটলে দেখা যায় ভেতরে একটি মৃতদেহ আছে। দেহটি এক মহিলার বলে জানা গিয়েছে। তবে ওই মহিলার নাম বা পরিচয় এখনও জানা যায়নি। তবে দেহটি এখনো শনাক্ত হয়নি। দেহ উদ্ধার ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, ওই ঘরটিতে কারা কারা ভাড়ায় থাকতেন। তাঁদের সবার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কেউ নিখোঁজ আছে কি না সেটাও জানার চেষ্টা করছে।
পুলিশের দাবি, ড্রামে মুখ বন্ধ করার পাশাপাশি মহিলার মৃতদেহ রেখে তার মধ্যে সিমেন্ট গুলে ঢেলে দেওয়া হয়। যাতে পচা গন্ধ বাইরে না বেরিয়ে যায়। দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, ওই বাড়িতে শেষ পর্যন্ত কারা ভাড়া ছিল, তা খোঁজ নিতে শুরু করেছে। বাড়ির মালিক চিকিৎসক গোপাল মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা।
Free Access