কলকাতার বুকে ভুয়ো কল সেন্টার! প্রতারিত হলেন মার্কিন মহিলা
Cyber Police Station 8 man arrested for fake call centre

The Truth of Bengal: ভুয়ো কল সেন্টারের মাধ্যমে এক মার্কিন নাগরিকের প্রতারণা করেছে ৮ যুবক। জানা যাচ্ছে, এক মহিলার অ্যাকাউন্ট থেকে 144,000 হাজার ডলার চুরি করেছে অভিযুক্তরা। গত ৯ নভেম্বর রাতে নিউ আলিপুরের সাহাপুর কলোনীর একটি অফিসে হানা দেয় কলকাতার সাইবার পুলিশ শাখার আধিকারিকরা। জানা গিয়েছে, সম্প্রতি ভারতের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইউএসএ থেকে ইন্টারপোল, সিবিআই, ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন ইউনিটের মাধ্যমে কলকাতার সাইবার পুলিশ স্টেশনে এই সংক্রান্ত একটি তথ্য আসে। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (VoIP), সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি(CISA)-এর পক্ষ থেকে কলকাতার সাইবার থানায় একটি মামলা করা হয়েছিল৷
সূত্রের খবর, অভিযুক্তরা ওই মহিলার কম্পিউটারের অ্যাকসেস নিয়ে সেখান থেকে সমস্ত তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অমিত গুপ্তা, পবণ শ্রীবাস্তব, আভিষেক প্রসাদ, স্বয়ম দে, অন্নু রায়, উদয় কুমার, রাকেশ কুমার এবং সানি রাজক। অফিস থেকে ইতিমধ্যে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া পুলিশ ৫টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ২টি হার্ডডিস্ক ইত্যাদি উদ্ধার করেছে। অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হয়েছে।
প্রসঙ্গত, পুজোর আগে থেকেই শহরে বেড়েছে সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকরা নানা ভাবে ফাঁদ পেতে রেখেছে। আর সেই ফাঁদে পড়লেই হতে হবে সর্বস্বান্ত। এক নিমেষে খোঁয়া যেতে পারে আপনার কস্টার্জিত গচ্ছিত সমস্ত অর্থ। এখন প্রতারকরা নানাভাবে প্রলোভনের ফাঁদ পেতেছে। আর ক্ষনিকের ভুলে বা লোভের বশবর্তী হলেই বিপদ দোরগোড়ায়।
Free Access