রাজ্যপালের উপাচার্য নিয়োগ ঘিরে বিতর্ক তুঙ্গে, প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা তৃণমূলের
TMCP agitation against Governor

The Truth of Bengal: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য ও রাজভবনের সংঘাত তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যে কিছু রাজনৈতিক পদক্ষেপেই হাঁটার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, রাজ্যপালের ‘স্বৈরাচারী পদক্ষেপের’ বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে তৃণমূল। সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত এই কর্মসূচি চলবে।
রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে রাজভবনের সংঘাত চলছিই, তবে তা বেড়েছে অতি সম্প্রতি। রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি হুঁশিয়ারি দেওয়ার পরেই, নাম না করে পাল্টা আক্রমণ শানিয়েছিলেন শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু। তারপরেই সেদিন রাতে রাজ্যপাল দুটি খামবন্দি চিঠি পাঠান একটি নবান্নে এবং একটি দিল্লিতে। আর এই বিষয়টিকেই ভালো নজরে দেখছে না রাজ্য। শিক্ষমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ তুলেছেন, রাজ্যপালের স্বেচ্ছাচারী মনোভাবের জেরেই বেশ কিছু কাজ আটকে রয়েছে। অর্থাৎ প্রশাসনিক কাজে গতি আনা সম্ভব হচ্ছে না।
এমনকী অভিযোগ আনা হয়েছিল, কেন্দ্রের হয়ে এবং একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই পরিস্থিতির মোকাবিলা করতে যেমন আইনানুগ পদক্ষেপ করা হয়েছে, তেমন রাজনৈতিক ভাবেও কিছু কর্মসূচি নেওয়া হবে। তাই তৃণমূল ছাত্র পরিষদের তরফে অবস্থান বিক্ষোভ করার কর্মসূচি নেওয়া হয়েছে। টিএমসিপি-র তরফে প্রকাশিত পোস্টারে বলা হয়েছে, ‘রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে’ এই অবস্থান বিক্ষোভ করা হবে।
সোমবার থেকেই শুরু হয়েছে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সকাল ১০.৩০ টা থেকে শুরু হয় বিক্ষোভ। পাশাপাশি কলকাতা ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই বিক্ষোভ কর্মসূচি হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে।
বুধবারও ৬টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তালিকায় রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি চলবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়। পাশাপাশি শুক্রবার ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় বিক্ষোভ কর্মসূচিতে বসতে চলেছে টিএমসিপি-র সদস্যরা।