“এত লালসা থাকলে আমাদের কাছে আসুন, অপকর্ম করবেন না” বার্তা যৌনকর্মীর
"Come to us if you have so much lust, don't commit crimes" message of the sex worker

Truth Of Bengal: আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা শহর। প্রতিনিয়তই শহরের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল। এই আবহে শহরের পরিচিত যৌনপল্লী সোনাগাছির একজন যৌনকর্মীর বক্তব্য সকলের মনে জায়গা করে নিয়েছে।
পুরুষদেরকে ওই যৌনকর্মী বার্তা দিয়েছেন যে, “সামান্য কয়েক মিনিটের বাসনার কারণে মেয়েদেরকে ধর্ষণ বা হত্যা না করে যৌন পল্লীতে যান। তিনি আরো বলেন যদি আপনার মধ্যে মহিলাদের নিয়ে এত যৌন বাসনা থাকে তাহলে আমাদের কাছে আসুন। দয়া করে মহিলাদের জীবন এভাবে নষ্ট করবেন না। ধর্ষণের মত ঘৃণ্য কাজ করে ওদের জীবন নষ্ট করবেন না।”
respect pic.twitter.com/8fhg8eJuPD
— Lamist ( he/tler ) (@lamist17) August 21, 2024
উনি বলেন, “এটা অনেক বড় যৌনপল্লী। আপনি এখানে আসতে পারেন। এখানে অনেক মেয়ে আছে যারা ২০ থেকে ৫০ টাকায় আপনার মনোরঞ্জন করবে। সুতরাং বাইরে কাজ করতে বেরোনো মেয়েদের নিশানা বানাবেন না। আমাদের মানসিকতা বদল করতে হবে।”
ওই যৌনকর্মীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যার কারণে বর্তমানে তিনি এখন ইন্টারনেট সেনসেশন বনে গেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ওই যৌনকর্মীকে হিরো বলে অভিহিত করছেন এবং ধর্ষকদের উনার কাছ থেকে মানবিকতার পাট নিতে উপদেশ দিচ্ছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “বেশিরভাগ ধর্ষকের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যেমন সহানুভূতি বা অনুশোচনার অভাব আবেগপ্রবণতা অহংকার ক্ষমতার প্রতি লালসা এবং নারী দেহ।”
অপর এক ব্যবহারকারী লিখেছেন, “এটা লালসা নিয়ে নয় এটি নিষ্ঠুরতা ও বর্বরতার কথা তুলে ধরে যারা পতিতাবৃত্তিকে ন্যায্যতা দেয় দয়া করে আমাকে বলুন এই একই কাজ যদি কোন দানব কোন পতিতার সঙ্গে করেন তাহলে কি সেটা ঠিক হবে? সে কি মানুষ নয়?”
অন্য আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “হৃদয়বিদারক শব্দ। অমানবিক মানুষদের থেকে ভালো কাজ করছেন এই যৌনকর্মীরা।”