কলকাতা

সাংবাদিক সম্মেলনে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দাবি,প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Chief Minister's letter to the Prime Minister demanding the recognition of Bengali as a classical language in the press conference

The Truth of Bengal: বৃহস্পতিবার নতুন বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠক হল নবান্নে৷ বিভিন্ন দফতরের মন্ত্রীদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নয়া মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা এবং নয়া স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী৷ এদিন ‘এক দেশ এক ভোট নিয়ে’ নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মর্মে কেন্দ্রীয় সরকারের আধিকারিক ডঃ নীতেন চন্দ্রকে চিঠি লিখে তাঁর বক্তব্য জানিয়েছেন মমতা৷ কেন তাঁর আপত্তি সেই সম্পর্কে বিস্তারিত লিখেছেন চিঠিতে। তারপর নবান্নে মন্ত্রিসভার বৈঠকে শেষেও এই বিষয়ে মুখ খোলেন তিনি। সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’-এর সঙ্গে তিনি সহমত নন৷

কেন্দ্রের কাছে রাজ্য বঞ্চিত। বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা নিয়ে অভিযোগ তুলে বারবার সরব হতে দেখে গিয়েছে মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার একেবারে অন্য ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার ভাষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ উঠে এল মুখ্যমন্ত্রীর মুখে। নবান্নে সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুলে বলেন, ‘অন্য রাজ্য স্বীকৃতি পেলে কেন  ধ্রুপদী ভাষা স্বীকৃতি পাবে না?’ এ নিয়ে এ রাজ্যে অতীতে যে দল ক্ষমতাসীন ছিল, তাঁদের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। শুধু ভাষা নয়, রাজ্যের নাম বদলের প্রসঙ্গও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। এই প্রসঙ্গে জানান, ‘রাজ্যের নাম নিয়ে বিধানসভায় বিল পাস হয়েছে, তাও আটকে আছে। রাজ্যের নাম বাংলা হলে আপত্তি কোথায়? বম্বে থেকে মুম্বই হয়েছে, আমাদের কেন হবে না, কী অপরাধ?’ এ ব্যাপারে তিনি যে কেন্দ্রকে অনেক অনুরোধ করেছেন, সে কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী।

অন্য রাজ্যের ভাষা ক্লাসিকাল ভাষা হিসেবে স্বীকৃতি পেলেও বাংলা ভাষা কেন পাবে না? স্বীকৃতি পাওয়ার সব যোগ্যতা ছিল। কিন্তু ততদিন সেই স্বীকৃতি না মেলার জন্য আগের বাম সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁরা কখনও এটা নিয়ে ভাবেননি, চর্চা করেননি বলে দাবি তাঁর। বাংলা ভাষা কেন্দ্রের কাছ থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়ে গেলে একটি সেন্টার অব এক্সিলেন্স তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Free Access

Related Articles