কলকাতা

রাজ্যের সঙ্গে কেন্দ্রের ‘বঞ্চনা’ জারি, বাংলার পাশে বিশ্বব্যাঙ্ক

World Bank Fund

The Truth of Bengal: বিভিন্ন খাতে রাজ্যের হাজার হাজার কোটি বকেয়া আছে কেব্দ্রের কাছে। টাকা না পাওয়ায় অনেক প্রকল্প চালাতে সমস্যা হচ্ছে। এমন অসহযোগিতার মাঝে বাংলার পাশে বিশ্বব্যাঙ্ক। সেচের উন্নয়ন ও ভাঙন রোধে আর্থিক বরাদ্দ বিশ্বব্যাঙ্কের। প্রথম পর্যায়ে ইতিমধ্যে মিলেছে ৩ হাজার কোটি টাকা। সেই টাকায় পাঁচটি জেলায় সেচের উন্নয়ন ও ভাঙন রোধে কাজ চলছে। ২০২৫ সাল নাগাদ সেই কাজ শেষ হবে। বিশ্বব্যাঙ্কের কাছে আরও ১ হাজার কোটি টাকা চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার। দ্বিতীয় পর্যায়ে টাকা এলেই রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদের সংস্কার হবে।

এই কাজ হলে হাওড়া ও হুগলি জেলার বিরাট অংশের মানুষ প্লাবনের সমস্যা থেকে মুক্তি পাবে। কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ না করায় এখনও থমকে আছে ঘাটাল মাস্টার প্ল্যান। আর এই প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশ ফি বছর ডুবে যায়। বিশ্বব্যাঙ্কের টাকায় রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদের সংস্কার হলে ঘাটাল মহকুমা এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হবে। একইসঙ্গে কয়েকটি জেলায় গ্রীষ্মকালীন চাষে প্রতিবছর তৈরি হওয়া জলসঙ্কটও অনেকটা দূর হবে।

কেন্দ্র রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা দিচ্ছে না আবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করছে না। কেন্দ্র সহযোগিতা করলে এতদিন এই সমস্যা দূর হয়ে যেত। কেন্দ্র সহযোগিতার হাত না বাড়ানোয় বিশ্বব্যাঙ্কের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্যকে। তবে বিশ্বব্যাঙ্ক ইতিবাচক মনোভাব দেখিয়ে রাজ্যের পাশে দাঁড়াচ্ছে। আগেই তিন হাজার কোটি টাকা দিয়েছে। এবার ১ হাজার কোটি টাকা চেয়ে ফের বিশ্বব্যাঙ্কের কাছে লিখিত আবেদন করেছে রাজ্য। সেই টাকা মিললেই রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদের সংস্কারের কাজ শুরু করবে রাজ্য। যাতে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ।

Free Access

Related Articles