স্থায়ী কমিটি গঠন হওয়ার পরেই প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা যেতে পারে, নির্দেশ হাইকোর্টের
High court order regarding Raninagar case

The Truth of Bengal: জট আপাতত কাটছে না মুর্শিদাবাদের রানিনগরের। পঞ্চায়েত সমিতির স্থায়ী নির্বাচন কবে করা সম্ভব? রাজ্যের তরফে আদালতের কাছে হলফনামা জমা দিতে বলেছে হাইকোর্ট। এবং দিনক্ষণ ঠিক করে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন, স্থায়ী সমিতি গঠন না হওয়া পর্যন্ত বিরোধীদের কাউকে গ্রেফতারর করা যাবে না।
শুক্রবার কলকাতা হাইকোর্টের সামনে আবেদন রাখেন রানিনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্যরা। এর আগে অভিযোগ উঠেছিল, পঞ্চায়েত বোর্ড গঠনে বাধা দেওয়া হচ্ছে এবং তা বাঞ্চাল করতেই কংগ্রেস নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এদিনের শুনানিতে কংগ্রেসের তরফে জানানো হয়, সভাপতির জামিনের জন্য আবেদন করা হয়েছে, তিনি যদি জামিন না পান তাহলে যেন তাকে নির্বাচনের দিন জেল থেকে হাজির করা হয়। এছাড়া নির্বাচন স্থায়ী কমিটির নির্বাচন যেন পঞ্চায়েত সমিতির তাদের কোন সদস্যের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ না করা হয়।
গত সোমবার রানিনগর ২ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠন নিয়ে বিবাদ শুরু হয়। তার ঠিক আগের দিন রবিবার রানিনগর-২ পঞ্চায়েত সমিতির দুই কংগ্রেস সদস্য এবং কাতলামারী গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেন। এর ফলে ২৭ আসন বিশিষ্ট রানিনগর-২ (Raninagar) গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। এর পরেও বিবাদ বাড়তে থাকে। এবং তা গড়ায় হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহা স্থায়ী সমিতি গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না বলে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।