
The Truth of Bengal: গ্রীষ্মে এবার পানীয় জল কষ্টের হাত থেকে রেহাই পাচ্ছে দক্ষিণ কলকাতা। সকলের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেয় কলকাতা পুরসংস্থা। সেইমতো গত পুর বাজেটে ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। বাজেটে ১১২ কোটি টাকার ঘাটতি থাকা সত্ত্বেও কলকাতা বাসিকে পানীয় জল কষ্টের হাত থেকে রেহাই দিতে উদ্যোগ নেয় পুর সংস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেয়র ফিরহাদ হাকিম এর তত্ত্বাবধানে একে একে শুরু হলো প্রকল্পের শিলান্যাসের কাজ।
গত মাসে ২৭শে ফেব্রুয়ারি থেকে পাঁচ মার্চ পর্যন্ত মোট আটটি বুস্টার পাপ্পিং স্টেশনের শিলান্যাস এর কাজ সম্পন্ন হবে। গরম পড়লেই যে পানীয় জলের সমস্যায় পড়তে হয়, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে। সে কথা আগে ই নজরে এনেছেন মেয়র ফিরহাদ হাকিম। আগামী দিনে নতুন বুঝটার পাম্পগুলি কার্যকর হলে পানীয় জলের সমস্যার হাত থেকে মুক্তি মিলবে বলে আশাবাদী বাসিন্দারা। পুরসভার এই উদ্যোগকেও সাধুবাদ জানান তারা।
এদিন ১২১ নম্বর ওয়ার্ডের জয়শ্রী পাক বুস্টার পাম্পিং স্টেশন এর শিলান্যাস করেন নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম, সংসদ মালা রায়। দশ লক্ষ্ লিটার ক্ষমতা সম্পন্ন এই ভূগর্ভস্থ জলাধার এবং পাম্পিং স্টেশনের মাধ্যমে 121 নম্বর ওয়ার্ড সহ আশেপাশের এলাকার মানুষ উপকৃত হবেন বলেই মনে করছে কলকাতা পুরসংস্থা। এর পাশাপাশি দক্ষিণ কলকাতা শহর জুড়ে, লক্ষ্ ক্ষমতা সম্পন্ন যে ৮ টি ভূগর্ভস্থ জলধার নির্মাণ করা ও পাম্পিং স্টেশন হওয়ায় আগামী দিনে পানীয় জলের সমস্যা ঘুচবে বলে মনে করছেন পুর আধিকারিকরা।