কলকাতা

সাতসকালে বেপরোয়া গতির জেরে গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেল বাস

দুর্ঘটনায় গুরুতর জখম বাসচালক

The Truth of Bengal: সাতসকালেই দুর্ঘটনার কবলে একটি বেসরকারি বাস ও গাড়ি। ঘটনাটি ঘটেছে, সল্টলেক সেক্টরফাইভের কলেজ মোড়ের কাছে। দুর্ঘটনার জেরে বাসের চালক গুরুতর জখম হয়েছেন। গাড়ির চালক অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে, কলেজমোড়ে একটি কে বি ১৬ রুটের দুরন্ত গতিতে যাচ্ছিল সাপুরজির দিকে। সেই সময়ই অন্য একটি লেন দিয়ে একটি যাচ্ছিল। এমন সময় একটি গাড়িকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে গিয়ে বাসটি উল্টে যায়। বাস ও গাড়ির সংঘর্ষে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাস এবং গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়।

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩০ জন মতো যাত্রী ছিলেন। বাসটি উল্টে যাওয়ায় ১০ জন মতো যাত্রী আহত হন। এক মহিলা কলার বোন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বাসের চালক গুরুতর আহত হয়েছেন। এক যাত্রী জানিয়েছেন,  বাসটি খুব জোরে যাচ্ছিল। তার পর দেখি গাড়ির সঙ্গে ধাক্কা মারার পর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি।