কলকাতা
বিধানসভায় বাজেট অধিবেশন, হাওড়া পুরসভার সংশোধনী বিল পেশের সম্ভাবনা …
Budget session in the Legislative Assembly, the possibility of presenting the amendment bill of Howrah Municipality...

The Truth Of Bengal: বিধানসভায় বাজেট অধিবেশন। হাওড়া পুরসভার সংশোধনী বিল পেশ করা হবে আজ।
আজ বিধানসভায় বাজেট অধিবেশন রয়েছে। তবে আজই বাজেট নিয়ে কোনও পদক্ষেপ করবে না সরকার পক্ষ। হাওড়া পুরসভার সংশোধনী বিল পেশ করা হবে। তার পর তা নিয়ে হবে আলোচনা। হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে পৃথক করা নিয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময়ে বিল পাশ হয়েছিল। কিন্তু তা রাজভবনের অনুমোদন পায়নি। ফলে হাওড়া ও বালির ভোটও আটকে রয়েছে। নতুন করে সেই বিল পাশ করাতে চলেছে রাজ্য সরকার।
বিস্তারিত আসছে…