কলকাতা

সাতসকালে বোমাতঙ্ক হরিদেবপুরে, খবর পেয়েই ছুটল বম্ব স্কোয়াড

Bomb recover from Haridevpur

The Truth of Bengal: পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু বোমা উদ্ধার করেছিল পুলিশ। এমনকী বেশ কয়েকটি জায়গায় বালতি, ব্যাগে, বোমা পড়ে থাকতে দেখে জনতা, সেগুলি প্রত্যেকটাই ছিল নাড়ু বোমা। কিন্তু রবিবার সাতসকালে খাস কলকাতার বুকেই এমন এক বস্তুকে দেখে বোমাতঙ্ক ছড়াল, যা প্রায় সিনেমায় দেখা যায়। অনেকটাই যেন টাইম বোমা।

স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে আর পাঁচটা দিনের মতোই পুরসভার ভ্যাট থেকে ময়লা তুলতে এসেছিলেন পুরসভার কর্মীরা। সেই সময় তাঁদের নজরে আসে অদ্ভুত দর্শনের একটি বস্তু। তা দেখে সন্দেহ হয় তাঁদের। পুরকর্মীদের বক্তব্য, বস্তুটিকে দেখতে অনেকটাই বোমার মতো। ভিতর থেকে বেরিয়ে এসেছে দু’টি পাকানো তার।

সেই সঙ্গে জড়িয়ে রয়েছে সুতলি দড়ি। বস্তুটিকে দেখেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে এলাকাটি ঘিরে দেয়। বস্তুটিকে তুলে একটি জলের বালতির মধ্যে রাখা হয়। পুলিশ জানিয়েছে, বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে দেখা গিয়েছে, একটি স্যুইচ রয়েছে, অনুমান করা হচ্ছে এটি বোমা হতে পারে। তবে বম্ব স্কোয়াডের কর্মীরা পুরো পরীক্ষা করলেই আসল কী বস্তু তা জানা যাবে।