কলকাতা

বিজেপি-সিপিএম এটা করিয়েছে, চাকরি বাতিল নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

BJP-CPM did this, CM reacts to job cancellation

Truth Of Bengal: ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সিপিএম ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী এই দুই দলকে এক হাত নেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি ও সিপিএম মিলে এই কাজ করিয়েছে। মানবিকভাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে নিতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চায় ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে চাকরি দেওয়ার ক্ষমতা নেই সেখানে চাকরি কাড়বেন না।

সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, এবার বিকাশ ভট্টাচার্যের জন্য নোবেল নমিনেশন দেওয়ার দরকার! বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, ওনার যোগ্যতা আছে তো! একজনের অপরাধের জন্য সবার চাকরি কেন গেল তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

Related Articles