কলকাতারাজ্যের খবর

বড় খবর: ‘সদয়’ হতে চলেছে বৃষ্টি, জানুন আপনার এলাকা ভিজবে কিনা

Big News: 'Kind' Rain Coming, Know If Your Area Will Get Drenched

The Truth Of Bengal :  তাপপ্রবাহ থেকে মুক্তির আশারবাণী। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শনিবারও অল্প বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে৷ সোমবার ও মঙ্গলবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের সব জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এখন তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর পরিস্থিতি জারি গোটা বঙ্গে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে রবিবার পর্যন্ত। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বৃষ্টির কারণে আরও তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। কলকাতায় সকালে পরিষ্কার আকাশ হলেও বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। সকালে শুকনো গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

 

Related Articles