বড় খবর! রাজ্যে হচ্ছে ১ হাজার ১০০ বেডের নতুন হাসপাতাল
Big news! A new 1,100-bed hospital is being built in the state

Truth Of Bengal: রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বড় চমক। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব। আরও একটি নতুন হাসপাতাল গড়ে উঠছে রাজ্যে। ১ হাজার১০০ বেডের নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালটি গড়ে উঠছে নিউ টাউনে। প্রথম পর্যায়ে ৫০০ বেডের হাসপাতাল গড়ে উঠবে। পরে আরও ৬০০বেডের হাসপাতাল তৈরি হবে।
এই হাসপাতাল চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কমপক্ষে দশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বৃহস্পতিবার নিউটাউনে এই নতুন হাসপাতালের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব এনেছে রাজ্য। রাজ্য সরকার ৪২ টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে।
রাজ্যে ২০১১ সালের আগে মাত্র বারোটি মেডিকেল কলেজ ছিল। ২০১১ সালে পরিবর্তনের পর এই সরকার আরও ১৪ টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তুলেছে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে ১৩ হাজার ৩৯২ টি সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের প্রায় ন’কোটি পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পান। জেলায় জেলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপন করা হচ্ছে।