Big Breaking : শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, মুক্তি মিলবে কি গরম থেকে?
Big Breaking: Weather forecast of rain from Saturday, will you get relief from the heat?

The Truth Of Bengal : আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, আজ আড়াইটা নাগাদ আলিপুরে রেকর্ড করা তাপমাত্রা হয়েছে ৩৯.২ অর্থাৎ ফিট ওয়েট টা কমে গেছে। অপরদিকে আসানসোলে ৪০ ডিগ্রি। ক্যানিংয়ে রেকর্ড করা হয়েছে 39.6 ডিগ্রি সেলসিয়াস।
আজ জলপাইগুড়ি আর কোচবিহারে হিট ওয়েভের সতর্কতা রয়েছে। তবে হাওড়া হুগলি এই জেলাগুলিতে হিট ওয়েব সর্তকতা নেই। কিন্তু আদৃতা জনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে আজকাল। 5 তারিখ দক্ষিণবঙ্গের ওয়েস্ট এর যে জেলাগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সব জেলায় হিট ওয়েভ সতর্কতা রয়েছে। ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি এই জেলাগুলিতে হিট ওয়েব নেই কিন্তু আদ্রতা জনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে ৪ তারিখ।
উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচটি জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং এই বৃষ্টিপাতের পরিমাণ ধিরে ধিরে করে বাড়বে গোটা নর্থ বেঙ্গলে।
৫ই মেয়ে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বীরভূমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। ৬ তারিখ এবং ৭ তারিখ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা সেই সাথে তাপমাত্রা ও কমবে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে পাঁচ তারিখের পর থেকে হিট ওয়েব থেকে স্বস্তি পেতে চলেছে।