Big Breaking : গার্ডেনরিচকাণ্ডে তিন অফিসার সাসপেন্ড
Big Breaking : Three officers suspended in Gardenrich incident

The Truth Of Bengal : কংক্রিট ছাড়াই নির্মাণের অভিযোগ। স্ট্রাকচারাল ডিভাইস ছাড়াই বহুতল নির্মাণ করা হয়। তাই বিপর্যয় নেমে আসে গার্ডেনরিচে।নির্মাণে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করার অভিযোগও উঠেছে।কলকাতা পুরসভার তদন্তকারী আধিকারিকদের অনুসন্ধান রিপোর্টে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য। সেই রিপোর্ট জমা পড়ল পুরসভায়।রিপোর্ট জমা হতেই কড়া ব্যবস্থা নিয়েছে পুরপ্রশাসন।২১দিন পর এই কড়া ব্যবস্থা নিল কলকাতা পুরসভা।
গার্ডেনরিচ কাণ্ডে সাসপেন্ড ৩ অফিসার। এই রিপোর্ট জমা পড়ার কথা স্বীকার করেছেন পুর মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম।তাঁর কড়া বার্তা, শহর কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে এবার কঠিন থেকে কঠিনতর আইন তৈরি করা হবে।
এবিষয়ে ইঙ্গিত দিয়েছেন ফিরহাদ হাকিম। যেহেতু লোকসভা নির্বাচনের কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে সেই কারণে এখন কিছু বিষয় মাথা রাখতে হচ্ছে। লোকসভা নির্বাচনের পর এবিষয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আরও কঠিন আইন আনা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।