কলকাতা

নবান্ন অভিযানের জের! কমিশনার বিনীত গোয়েলকে নোটিস মানবাধিকার কমিশনের

Because of the Nabanna campaign! Notice to Commissioner Vineet Goel by Human Rights Commission

Truth Of Bengal : ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা ‘নবান্ন অভিযান’-এ ‘শান্তিপূর্ণ জমায়েত’-এ পুলিশি অত্যাচারের অভিযোগ। এপ্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ২ সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে কলকাতার নগরপালকে।

আর জি করের নৃশংস ঘটনায় প্রায় ১৫ দিন ধরে উত্তাল গোটা রাজ্য, চলছে দফায় দফায় প্রতিবাদ। রাস্তায় নেমেছে আইনজীবী মহল। একই সাথে প্রতিবাদে নেমেছে ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ। বিশেষ করে আর জি করের নৃশংস ঘটনায় লাগাতার প্রতিবাদ করে যাচ্ছে রাজ্যের মহিলারা। কখনো মোমবাতি জ্বালিয়ে কখনো প্রদীপ জ্বালিয়ে ডাক্তারি পড়ুয়ার আত্মার শান্তি কামনা করছেন, পাশাপাশি দোষীর ফাঁসির দাবি করছে। গত কয়েকদিন আগে আরজি কর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নবান্ন অভিযান করেছিল ছাত্র সমাজ। সেই সময় পুলিশ ছাত্র-ছাত্রীদের পথ আটকালে তুমুল অশান্তির সৃষ্টি হয়। শুরু হয় ইটবৃষ্টি, কাঁদানে গ্যাস, জল কামান থেকে শুরু করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। তাঁদের ছত্রভঙ্গ করতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। যদিও রাজ্যের পুলিশ এই অভিযানকে সামাল দেয়, তার জন্য আহত হতে হয় একাধিক পুলিশ আধিকারিককে। এই অভিযানে আহত হন বহু ছাত্র। অশান্তির অভিযোগে গ্রেপ্তার করা হয় কমবেশি ২০০ জনকে।

সূত্রের খবর, ‘শান্তিপূর্ণ’ নবান্ন অভিযানে অন্যায়ভাবে ছাত্রদের গ্রেফতার এবং পুলিশি অত্যাচারের অভিযোগে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় একজন। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ২ সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে কলকাতার নগরপালকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles