কলকাতা

SSC Scam: ইডির রেডারে জীবনকৃষ্ণের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে দুই বছর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা।

Truth Of Bengal:  শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিপাকে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) রেডারে তাঁর আত্মীয়দের অ্যাকাউন্ট। জানা গিয়েছে, ঘৃত ঘাসফুল শিবিরের বিধায়কের স্ত্রী, বাবা ও অন‌্য পরিজনদের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের ‘ফরেনসিক অ্যানালিসিস ও ফিনান্সিয়াল স্ক্রুটিনি’ করা হবে। এখানেই শেষ নয়, কতটা টাকা তার মধ্যে যুক্ত দুর্নীতির সঙ্গে, তাও খতিয়ে দেখা হবে বলে খবর।( SSC Scam)

আরও পড়ুনঃ Jara Rajbari Durga Puja: পুজো দেখতে আসতেন বিদ্যাসাগর রাজা রামমোহন রায়, আজও উজ্জ্বল স্মৃতি

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে দুই বছর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। গত বছর তিনি শীর্ষ আদালতের নির্দেশে জামিন পান। তবে গত সোমবার তিনি এই মামলায় ফের গ্রেফতার হন। এবার তা করে ইডি। বর্তমানে তিনি রয়েছেন জেল হেফাজতে। কীভাবে অর্থের বিনিময়ে তিনি চাকরি দিয়েছিলেন, সেই সংক্রান্ত বিষয়ে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।( SSC Scam)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পাশাপাশি, ইডি বাজেয়াপ্ত করেছে প্রায় ২৩৮ কোটি টাকার সম্পত্তি। এছাড়া খোঁজ পেয়েছে ধৃত তৃণমূল কংগ্রেস বিধায়কের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের। যদিও জীবনকৃষ্ণ সাহার একা নয়, সন্ধান মিলেছে তাঁর স্ত্রী টগর সাহা, বাবা বিশ্বনাথ সাহা ও অন্যান্য আত্মীয় এবং গাড়ি চালকের ব্যাংক অ্যাকাউন্টেরও। বেশ কিছু অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে একটি গ্রামীণ ব্যাংকেও।( SSC Scam)

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমনটা একেবারেই ভালো সংকেত নয় শাসকদলের জন্য। যদি অনেকে আবার তা নাও মনে করছেন। তবে দিনের শেষে এই ঘটনা যে একটু হলেও রাজ্য সরকারের অস্বস্তি বাড়িছে, তা না বললেও চলে। এবার দেখার বিষয় যে আগামী দিনে আর কি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।

Related Articles