
Truth Of Bengal: শিয়ালদহের কাছাকাছি নারকেলডাঙা এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে প্রকাশ্যে শুটআউটের ঘটনা ঘটে। এক যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। কুপিয়ে খুনের এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ওই ঘটনায় আহত যুবককে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনা ঘটানোর পরে অভিযুক্তদের টিকিটাও দেখা যায়নি।
ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে তারা। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ এবং অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোরের দিকে আচমকাই নারকেলডাঙা নর্থের কাইজার স্ট্রিটে অশান্তি ছড়ায়। ঘড়ির কাঁটা তখন ৩টে ১৫–র ঘরে। ওই প্রত্যক্ষদর্শী ঘরের বাইরেবেরিয়ে এসে দেখেন, রাস্তার উপরে এক যুবকের ওপর কয়েকজন মিলে ছুরি হাতে অকথিত হামলা চালিয়েছে। বাদ যায়নি হুমকিও।
পরপর অভিযুক্তদের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখা যায় ওই যুবককে। তারপর ওই যুবককে প্রথমে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে, তারপরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, রক্তাক্ত ওই যুবকের নাম ইমরান। বয়স ২৬ বছর।প্রাথমিক তদন্ত চালিয়ে পুলিশ জানতে পেরেছে নারকেলডাঙা রোডের বাসিন্দা ইমরানের ওপরে চার জন যুবক হামলা চালিয়েছে। এই হামলার নেপথ্যে পুরনো শত্রুতা থাকতে পারে বলে অনুমান করেছে পুলিশ।