ফের অস্বাভাবিক মৃত্যু! মুকুন্দপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ
Another unusual death! Bodies of elderly couple recovered from Mukundapur flat

Truth Of Bengal: ফের শহরে অস্বাভাবিক মৃত্যু! পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুরের এক ফ্ল্যাট থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির দেহ। ঘটনাটি মঙ্গলবার রাতের। তাদেরকে উদ্ধার করে এন আর এস মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ। সেখানে নিয়ে গেলে তাঁদেরকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসক। মৃতদের মধ্যে একজনের নাম দুলাল পাল, যার বয়স ৬৬ আর অপর জন রেখা পাল বয়স ৫৮।
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা নাগাদ থানায় ফোন করে বলা হয় যে, ওই বৃদ্ধ দম্পতির ফোনে বহু বার ফোন করেও কোন সাড়া মিলছে না। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখেন ফ্ল্যাটের দরজা বন্ধ। দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর ডাইনিং হল থেকে দুলাল পালের দেহ আর বেডরুম থেকে তার স্ত্রী রেখা পালের দেহ উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর, মুকুন্দপুরের ফ্ল্যাটে ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন এই বৃদ্ধ দম্পতি। তাঁদের মধ্যে প্রায় অশান্তি হত বলে দাবি করেছেন প্রতিবেশীরা। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার সকালেও অশান্তির ঘটনা ঘটে পাল পরিবারে। ঝামেলার পর ছেলে-পুত্রবধূ কাজে বেরিয়ে পড়েন। গোটা ঘটনার খতিয়ে দেখছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। ইতিমধ্যে ওই দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকেই উধাও নিহত দম্পতির ছেলে-বউ।