শহরতলিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন
Another terrible fire in the suburbs, 6 fire engines at the scene

The Truth Of Bengal : শহরতলিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধেয় চিনারপার্ক এলাকায় এক রেস্তোঁরায়। নিমেষের মধ্যে ভয়াবহ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের রেস্তোঁরাগুলিতে। এক এক করে পাশাপাশি চার-পাঁচটি দোকান ধীরে ধীরে চলে যায় আগুনের কবলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
সুত্রের খবর, রবিবার সন্ধেয় চিনারপার্ক এলাকায় এক রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের শিখা গ্রাস করে ফেলে সম্পূর্ণ এলাকাটিকে। এরপর এলাকাবাসীরা ঘটনার টের পেলে তৎক্ষনাত খবর দেয় দমকলে। অল্প কিছুক্ষনের মধ্যে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশ সূত্রে খবর, এদিনের আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
তবে কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে কিংবা রান্নার গ্যাসের থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। পয়লা বৈশাখের সন্ধেয় এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্য়েই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যে রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়েছে, সেই রেস্তোরাঁর সামনের দিকে বেআইনিভাবে অস্থায়ীভাবে টিনের শেড বসানো হয়েছিল ফুটপাথ দখল করে। এতদিন ধরে কীভাবে এইভাবে রমরমিয়ে ব্যবসা করছিল এই রেস্তোরাঁ, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।