অনশনের জেরে অসুস্থ অনিকেত, চলছে চিকিৎসা
Aniket, who is sick due to hunger strike, is undergoing treatment

Truth Of Bengal: অসুস্থ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার গভীর রাতে প্রায় আচ্ছন্ন অবস্থায় ধর্মতলার অনশনস্থল থেকে অ্যাম্বুল্যান্সে করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনিকেতকে। সাথে সাথে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হয়।
হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে, শরীরে জলের পরিমাণ অতি মাত্রায় কমে যাওয়ার কারণে অনিকেত অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত আর জি কর হাসপাতালে সিসিইউতে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। আরজি করের জুনিয়র ডাক্তার আশফাক উল্লাহ নায়ার বলেন, ‘‘সঠিক সময় নিয়ে আসার জন্য প্রাণঘাতী হয়নি। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে।’’
দলের মধ্যে একজন অসুস্থ তবুও বাকি জুনিয়ার ডাক্তাররা কমতে দেয়নি তাদের মনের জোর। ধর্মতলায় এখনও অনশন জারি রেখেছেন স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরা, অর্ণব মুখোপাধ্যায় ও পুলস্ত্য আচার্য। এদিকে তাঁরাও অসুস্থ হতে শুরু করেছে।