কলকাতা

গল্ফগ্রীনে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার কাটামুন্ডু, তদন্তে পুলিশ

An unidentified woman's Katamundu recovered in Golf Green, police investigating

Truth Of Bengal: শুক্রবার সকালে গল্ফগ্রীন থানা সংলগ্ন এলাকায় উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার কাটামুন্ডু। ঘটনার খবর শোনা মাত্র ঘটনাস্থলে পৌঁছায় গল্ফগ্রীন থানার পুলিশ। ভ্যাটের মধ্যে পলাস্টিকে মোরা ছিল মুন্ডু।

ইতিমধ্যে মহিলার দেহের অংশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ফরেনসিক আধিকারিক, স্লিপার ডগ এবং পুলিশ আদিকারিক বিনীতা কলিতা। এই ঘটনাার জেরে খাস কলকাতায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। অভিজাত এলাকার আবর্জনা স্তুপে কিভাবে মহিলার কাটা মুন্ডু এল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাও জানার চেষ্টা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত মহিলার নাম-ঠিকানা কিছুই জানা যায়নি। দেহের বাকি অংশের খোঁজ চালাচ্ছে পুলিশ।