
The Truth of Bengal: খালিস্তানি বিতর্কের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফর বাতিল করলেন। ২৮ ফেব্রুয়ারি এই রাজ্যে সফরে আসার কথা ছিল অমিত শাহের।২৯ ফেব্রুয়ারি মায়াপুরের ইসকন মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর।
তবে বিজেপি সূত্রে খবর, এখন পশ্চিমবঙ্গে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে নভেম্বর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছেন অমিত শাহ। জানুয়ারির শেষ সপ্তাহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর।
বাতিল হল ফেব্রুয়ারির সফরও। সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ কেন বাতিল হল শাহের সফর, তা নিয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব।