কলকাতা

মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত এক, আশঙ্কাজনক চার

গাড়িটি একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে পাশের লেনে চলে যায়

The Truth of Bengal:  ফের গতির বলি দেখা গেল মা উড়ালপুলে। শুক্রবার মাধ্যরাতে ভায়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন চারজন।

স্থানীয় সূত্রের খবর, রাত বারোটা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল গাড়িটি। চালকসহ মোট চারজন যাত্রী ছিলেন। গাড়ির গতিবেগ যথেষ্ট বেশি ছিল। সায়েন্সসিটির কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারের ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে পাশের লেনে চলে যায়। ভেঙে পড়ে ল্যাম্পপোস্টটি। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়ির স্টেয়ারিং ঢুকে যায় চালকের বুকে। গাড়িটি এমনভাবেই দুমড়ে মুচড়ে যায়, যে যাত্রীদের গাড়িথেকে বের করা সম্ভব হয়নি। অবশেষে গ্যাস কাটার এনে, আহতদের বের করা হয়।

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। গ্যাস কাটার দিয়ে বাকি চার যাত্রীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘণ্টা পর  যানচলাচল স্বাভাবিক হয়। যাত্রীদের পরিচয় তখনও জানা যায়নি।