
Subhayan Roy, The Truth of Bengal: একুশের শহিদ দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী-সমর্থক ধর্মতলায় উপস্থিত হয়েছেন। উত্তর থেকে দক্ষিণ শহরজুড়ে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। কড়া নজরদারি চলছে শহরজুড়ে। তার মাঝেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাসভবনের সামনে থেকে গ্রেফতার সন্দেহভাজন এক ব্যক্তি। তাঁর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, ভোজালি ও মাদক।
জানা যাচ্ছে, এদিন একটি কালো রঙের গাড়ি মুখ্যমন্ত্রীর বাড়ির গলি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে দাঁড়িয়েছিল। গাড়ির সামনে পুলিশ লেখা বোর্ড ছিল। গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তিটি নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দেয়। তবে কর্তব্যরত পুলিশকর্মীরা ওই ব্যক্তির আইকার্ড দেখার পরেই সন্দেহ হয়। কারণ সেটি চেক করে দেখা যায় তিনি কোনও পুলিশ নয়। তারপরেই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
পুলিশসূত্রের খবর, ধৃত ওই ব্যক্তির নাম নূর আলম। ইতিমধ্যেই তাঁকে কালিঘাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। ওই ব্যক্তি কোন উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র, ভোজালি নিয়ে ঘোরাঘুরি করছিল, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে যেখানে সারা কলকাতার নিরাপত্তার দায়িত্ব পুলিশের হাতে, সেখানে কালিঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম সশস্ত্র ব্যক্তি কিভাবে ঘুরে বেরাচ্ছে?