কলকাতারাজ্যের খবর
Trending

আবহাওয়া নিয়ে বিরাট স্বস্তির খবর, কী বলছে মৌসম ভবন?

A major change is coming in the uncomfortable weather of the state from Sunday

The Truth Of Bengal: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বিরাট স্বস্তির কথা শোনালো মৌসম ভবন। বুলেটিনে জানানো হয়েছে, রবিবার থেকে বিরাট পরিবর্তন আসছে রাজ্যের অস্বস্তিকর আবহাওয়ায়। রবিবার কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা।

এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় উত্তর বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপরে অবস্থান করছে। যার হাত ধরে বঙ্গোপসাগর থেকে নিম্নস্তরে শক্তিশালী আর্দ্রতা প্রবেশের সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে বদল আসতে রাজ্যের আবহাওয়ায়। পশ্চিমবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একটি বুলেটির প্রকাশ বিস্তারিত জানিয়েছে দিল্লির মৌসম ভবন।

উত্তরবঙ্গের ওপরের দিকের ৬ জেলাতে শনিবারও বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টি হতে পারে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে।

দু’দিন ঝড়-বৃষ্টির কারণে কিছুটা কমবে তাপমাত্রার পারদ। গোটা রাজ্যজুড়ে চলতে থাকা অস্বস্তিকর গরম থেকে আপাতত মুক্তি পাবে রাজ্যের মানুষ।

Related Articles