
The Truth of Bengal: আজ দেশজুড়ে পালন হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস। দিল্লি থেকে কলকাতা সর্বত্র মানুষরা উদযাপন করছেন এই বিশেষ দিনটি। ১৯৪৭ সালে আজকের দিনে ব্রিটিশদের পরাধীনতা থেকে মুক্ত হয়েছিল আমাদের দেশ। এই বিশেষ দিনে গুগলের পক্ষ থেকে বিশেষ ডুডলের প্রকাশ্যে আনা হয়। ডুডলে ভারতীয় বস্ত্র এবং সেই সঙ্গে তার ওপর আঁকা হস্তশিল্পকে তুলে ধরা হয়েছে এই স্বাধীনতা দিবসে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ দেশবাসীকে শুভেচ্ছা জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। যদিও আজকের ভাষণে খুব সূক্ষ্মভাবে হলেও বিরোধী INDIA জোটের উদ্দেশ্যে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী তিনি। মঙ্গলবার সকালে দিল্লির লালকেল্লায় দীর্ঘ ভাষণের শেষে তিনি রীতিমতো চ্যালেঞ্জের সুরে বললেন, ”আগামী বছর আবার স্বাধীনতা দিবসে এখানেই আপনাদের সামনে আসব। আর এক বছর ধরে আমরা কী কী কাজ করলাম, তার খতিয়ান দেব।”
অন্যদিকে স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি উল্লেখ করেছেন স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদান মিথ্যে হবে না আমাদেরকে আগামী দিনে চলার পথে আরও উদ্বুদ্ধ করবে। কবিতা লাইন উদ্ধৃত করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন: নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত:! ভারতের সেই স্বর্গে করো জাগরিত। এদিন সকালে রেড রোডে গিয়ে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।