কলকাতা
Trending

৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর, নজরে থিম কান্ট্রি ব্রিটেন…

47th International Calcutta Book Fair inaugurated by Chief Minister, theme country Britain...

The Truth Of Bengal: ৪৭তম কলকাতা বইমেলার উদ্বোধন বৃহস্পতিবার। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত আলেক্স এলিস, সাহিত্যিক বাণী বসু, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

গত বারের মতো এ বছরও সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।এ বার কলকাতা বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। প্রায় ১০০০ স্টল বসছে এই বছরের মেলায় । যা গত বছরের তুলনায় প্রায় ১০০ টি বেশি । প্রায় ২০টি দেশ অংশ নেবে এবারের মেলায়।

মেলায় চালু করা হয়েছে ডিজিটাল ম্যাপ, মেলার নয়টি গেটে থাকবে কিউআর কোড। এই প্রবেশদ্বার গুলির মধ্যে আছে লন্ডন টাওয়ার ব্রিজ গেট, বেথুন স্কুল গেট, তারাশঙ্কর ১২৫ গেট, লোরকা ১২৫ গেট, ফাদার দাঁতিয়েন ১০০ গেট। বইমেলা উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ বাস পরিষেবা রয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত বইমেলা উপলক্ষ্যে ২০০টি বিশেষ বাস চলবে । শিয়ালদহ থেকে বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হয়েছে।

মেলার সময়সীমা প্রতি দিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।  ১৯ জানুয়ারি, বইমেলার দ্বিতীয় দিনে তাই ‘ব্রিটেন ডে’ পালিত হবে। ২০ জানুয়ারি রয়েছে ‘বাংলাদেশ দিবস’। আগামী ২১ জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে ‘শিশু দিবস’ পালন করা হবে। ২৪ জানুয়ারি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ দিন। বইমেলায় ওই দিন পালিত হবে ‘সিনিয়র সিটিজ়েন ডে’। ৩১ জানুয়ারি বইমেলায় সমাপ্তি অনুষ্ঠান হবে রাত ৯টায়। থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও।

Free Access

Related Articles