চাকরি

সংখ্যালঘু উন্নয়ন ও আর্থিক কর্পোরেশনে এডুকেশন সুপারভাইজার নিয়োগ

Job Recruitment News

The Truth of Bengal, Mou Basu: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও আর্থিক কর্পোরেশনে এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ৬টি। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। ৪ ও ৫ অক্টোবর, ২ দিন ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে চাকরিপ্রার্থীদের। সল্টলেকে ওয়েস্টবেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের দফতরে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট “www.wbmdfc.org” এর দিকে।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। কম্পিউটারে (ও লেভেল বা সমতুল্য) দক্ষতা থাকতে হবে।

২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে।

বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান, পার্সি ও শিখ ধর্মাবলম্বীরাই আবেদন করতে পারবেন।

যে সব মহকুমায় চাকরির শূন্যপদ রয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে।

 

কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে-

উত্তর দিনাজপুরে রায়গঞ্জ মহকুমায় একটি শূন্যপদ রয়েছে।

মালদহ জেলায় জেলা সদরে একটা শূন্যপদ রয়েছে।

উত্তর ২৪ পরগনার জেলা সদরে একটা শূন্যপদ রয়েছে।

মুর্শিদাবাদের লালবাগ মহকুমায় একটা শূন্যপদ রয়েছে।

পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমায় একটা শূন্যপদ রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর মহকুমায় একটা শূন্যপদ রয়েছে।

 

কীভাবে কোথায় ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে?

ইংরেজি ভাষায় দক্ষতা ও কম্পিউটারে দক্ষতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের সময়। West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E, Sector-1, Salt Lake, Kolkata-700064 অফিসে ওয়াক ইন ইন্টারভিউ হবে। ৪ অক্টোবর সকাল ১১টা থেকে রায়গঞ্জ, মালদহ ও বারাসাতের চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ হবে। ৫ অক্টোবর সকাল ১১টায় লালবাগ, কাটোয়া ও আলিপুরের চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ হবে।

নির্দিষ্ট দিনে সংখ্যালঘু উন্নয়ন ও আর্থিক কর্পোরেশনের দফতরে সকাল সাড়ে ১০টার মধ্যে সম্পূর্ণ বায়োডেটা ও নথিপত্র নিয়ে চলে যেতে হবে। সব পরীক্ষার আসল মার্কশিট ও এক কপি করে সেলফ অ্যাটেস্টেড কপি রাখতে হবে। আবেদনকারীর জন্ম তারিখ রয়েছে এমন শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রের আসল কপি সঙ্গে রাখতে হবে। আসল সচিত্র পরিচয়পত্র (ভোটার কার্ড ও আধার কার্ড) নথিপত্র যাচাইয়ের জন্য সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউয়ের সময় এসব নথিপত্রের এক কপি সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। আবেদনকারীর এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।