ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো ও প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ
Recruitment of Junior Research Fellow and Project Associate in Makout University

The Truth Of Bengal, Mou Basu : চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা মাকাউট বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। ৩টি শূন্যপদ রয়েছে। ১৯ জানুয়ারির মধ্যে ইমেইল মারফত অনলাইনে আবেদন করতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র সমস্ত নথিপত্র সমেত পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে এই ২টি ইমেইল আইডিতে – “[email protected]” ও “[email protected]”। বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে ” APPLICATION FOR THE POST OF JUNIOR RESEARCH FELLOW”।
অন্যদিকে, মাকাউট বিশ্ববিদ্যালয় প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। ৩১ জানুয়ারির মধ্যে ইমেইল মারফত অনলাইনে আবেদন করতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ইমেইল করতে হবে এই আইডিতে-“[email protected]”। ৭ ফেব্রুয়ারিতে ওয়াক ইন ইন্টারভিউ হবে। ইন্টারভিউ মারফত নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথিপত্র আনতে হবে। মাকাউট বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগে ইন্টারভিউ হবে। ইমেইলে সাবজেক্টে বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে “Application for the post of Project Associate-1″। জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৬০% নম্বর নিয়ে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/মাইক্রোইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই টেকনোলজি/এম্বেডেড সিস্টেমস অ্যান্ড ভিএলএসআই ডিজাইন/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এমই/এমটেক ডিগ্রি থাকা আবশ্যক। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর ছাড় মিলবে।
ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর ছাড় মিলবে। শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। বিশদ তথ্যের জন্য মাকাউট বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে। প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা: চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে কেমিস্ট্রি বা অ্যাপ্লায়েড কেমিস্ট্রি নিয়ে এমএসসি ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। চূড়ান্ত এমএসসি পরীক্ষা দিয়েছেন এমন চাকরিপ্রার্থীও আবেদনের যোগ্য তবে চাকরিতে যোগদানের সময় চূড়ান্ত মার্কশিট দেখাতে হবে। নেট/গেট পরীক্ষায় পাশ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা: ৩৫ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছর, ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৩ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ১০ বছর ছাড় দেওয়া হবে। বেতন কাঠামো: NET JRF/LS/GATE পাশ চাকরিপ্রার্থীদের মাসে বেতন মিলবে ৩১ হাজার টাকা করে। অন্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বেতন মিলবে মাসে ২৫ হাজার টাকা করে। প্রয়োজনে বাড়ি ভাড়া বাবদ ভাতা মিলবে।
FREE ACCESS