পশ্চিমবঙ্গ পুলিশে ১১ হাজারের বেশি নিয়োগ কনস্টেবল ও এসআই পদে
11 thousand constable and SI recruitment in West Bengal Police

The Truth of Bengal,Mou Basu: প্রথমে শূন্যপদের সংখ্যা ছিল ১০,২৫৫। এখন সেটা বেড়ে হয়েছে ১১,৭৪৯। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) পশ্চিমবঙ্গ পুলিশে ১১ হাজারের বেশি শূন্যপদে কনস্টেবল পদে নিয়োগ করবে। এরমধ্যে ৮,২১২টি পদ পুরুষদের জন্য আর ৩,৫৩৭টি পদ মহিলাদের জন্য সুখবর। ৭ মার্চ থেকে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। ৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইট “prb.wb.gov.in” মারফত। ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন সংশোধন করা যাবে। মোট শূন্যপদ ১১,৭৪৯টি। অন্যদিকে, রাজ্য পুলিশে ৪৬৪টি শূন্যপদে সাব ইনস্পেক্টর পদেও নিয়োগ করতে চায় পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড। ৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের ১ জানুয়ারির নিরিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ছাড়া বাকিদের আবেদনমূল্য বাবদ ১৭০ টাকা করে দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আবেদনমূল্য দিতে হবে না। শুধু প্রসেসিং ফি বাবদ ২০ টাকা করে দিতে হবে। লিখিত পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থী বাছাই করা হবে। এরপরের ধাপে পরীক্ষায় সফল চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবশ্যই পাশ করতে হবে। আবেদনপত্রে কোনো রকম অসুবিধা হলে যোগাযোগ করতে হবে এই নম্বরে: (৭০৪৪১০৮৬৮৯ ও ৭০৪৪১০৯৩৪৬) সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা আর শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টোর মধ্যে। এছাড়াও ইমেইল আইডি “([email protected]) মারফতও যোগাযোগ করা যাবে।
সাব ইনস্পেক্টর পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ২৫-৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছর আর ওবিসি ও তৃতীয় লিঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৩ বছরে ছাড় মিলবে। ১০-১৬ এপ্রিল পর্যন্ত আবেদনপত্রে সংশোধন করা যাবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীরা ছাড়া বাকিদের ২৭০ টাকা (২৫০ টাকা আবেদনমূল্য ও ২০ টাকা প্রসেসিং ফি) জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য শুধু ২০ টাকা প্রসেসিং ফি জমা দিতে হবে। তবে পশ্চিমবঙ্গের বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীরা এই সুবিধা পাবেন।
কীভাবে আবেদন করা যাবে?
১) পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট “prb.wb.gov.in” যেতে হবে। ২) Constable recruitment page খুলতে হবে। অ্যাপ্লিকেশন পেজ খুলতে হবে। new user হিসাবে সাইন আপ করুন। লগ ইন করুন অ্যাকাউন্টে। আবেদনপত্র পূরণ করুন। নথিপত্র আপলোড করুন। আবেদনমূল্য জমা দিন। আবেদনপত্র পূরণ করে জমা দিন। ভবিষ্যতের জন্য আবেদনপত্রের প্রিন্ট আউট করে রেখে দিন।