স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?
Job opportunities at Sports Authority of India, how to apply

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইতে চাকরির সুযোগ আছে। ১৩টি শূন্যপদে ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হবে। ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে। ৩ বছরের মেয়াদে নিয়োগ করা হবে। ২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
কীভাবে করবেন আবেদন?
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট (www.sportsauthorityofindia.nic.in) মারফত আবেদনপত্র ডাউনলোড করে তা সম্পূর্ণ ভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—- Office of Deputy Director (Recruitment), Room No. 209, Sports Authority of India, Head Office, Gate No. 10 (East Gate), Jawaharlal Nehru Stadium, Lodhi Road, New Delhi-110003। ২ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, ডিরেক্টর পদে আবেদনের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা, রাজ্য সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত সংস্থা ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিকরা চাকরির আবেদন করতে পারবেন। প্রশাসনিক ও স্পোর্টস ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের অগ্রাধিকার দেওয়া হবে। পেরেন্ট ক্যাডার বা ডিপার্টমেন্টে অ্যানালগাস পোস্টে থাকলে অথবা লেভেল ১১ এ ৫ বছর রেগুলার সার্ভিসের সঙ্গে যুক্ত থাকলে চাকরির আবেদন করতে পারবেন। প্রশাসনিক বা খেলার প্রশাসনের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ফিনান্সের কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৫৬ বছরের মধ্যে বয়স হতে হবে। মাসে বেতন মিলবে লেভেল ১২ (৭৮,৮০০-২,০৯,২০০ টাকা) অনুসারে।