চাকরি

কলকাতা বিশ্ববিদ্যালয় শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

Calcutta University recruitment, how to apply?

Truth Of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে কাজের সুযোগ। ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজের অধীনে রিসার্চ প্রকল্পে ফিল্ড অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে বলে চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে। ৩টি শূন্যপদে ফিল্ড অ্যাসিসট্যান্ট নিয়োগ করা হবে। দার্জিলিঙের Ornamental hill stream loach প্রজাতি নিয়ে গবেষণার সুযোগ আছে।

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ নভেম্বর সকাল ১১টায় ওয়াক ইন ইন্টারভিউ হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ জ্যুলজিতে। ঠিকানা: ডিপার্টমেন্ট অফ জ্যুলজি, কলকাতা বিশ্ববিদ্যালয়, ৩৫, বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা-৭০০০১৯। রিসার্চ প্রকল্পের প্রধান হলেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডঃ রাকেশ তামাঙ। সহযোগী প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হলেন ডঃ সুমন ভূষণ চক্রবর্তী ও ডঃ লাকপা তামাঙ। ফিল্ড অ্যাসিসট্যান্ট হিসাবে মাসে বেতন মিলবে ১৫ হাজার টাকা করে।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক। ফিল্ড স্টাডিজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাছের জীববৈচিত্র্য ও মাছ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অস্থায়ী চাকরি। প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত নিয়োগ।

Related Articles