চাকরি

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কলকাতা মেট্রো রেলে ডাক্তার পদে নিয়োগ

Calcutta Metro Rail Recruitment for the post of Doctor

The Truth Of Bengal, Mou Basu : চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা মেট্রোরেলে ডাক্তার (GDMO) পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের জন্য ডাক্তার নিয়োগ করা হবে। এক বছরের জন্য নিয়োগ করা হবে কলকাতা মেট্রোরেলের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৪ জানুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ হবে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইন্টারভিউ হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের ভেন্যুর ঠিকানা হল “Office of the Pr. Chief Medical Officer, Tapan Sinha Memorial Hospital, Metro Railway, 28/55, M.N Sen Road, Kolkata-700040″।

শূন্যপদ একটা। দিনে ৮ ঘণ্টার ডিউটি। সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে। বয়সসীমা: সর্বোচ্চ ৫৩ বছর। বেতন: মাসে বেতন মিলবে ৭৫ হাজার টাকা করে। ‘নো ওয়ার্ক নো পে বেসিস’-এর বেতন মিলবে। এনইএফটি’র মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের বেতন পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন কলকাতা মেট্রোরেলের নির্দিষ্ট ফরম্যাটের আবেদনপত্র পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল দ্বারা স্বীকৃত রেজিষ্ট্রেশন নম্বর থাকতে হবে।

ইন্টারভিউয়ের দিন চাকরিপ্রার্থীদের শংসাপত্র, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি আনতে হবে। এমবিবিএস ডিগ্রি কোর্সের সমস্ত মার্কশিট ছাড়াও বয়স, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র, মেডিক্যাল রেজিষ্ট্রেশন নম্বর ও ২টি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। অবসরপ্রাপ্ত মেট্রোরেল/রাষ্ট্রায়ত্ত সংস্থার/সরকারি হাসপাতালের ডাক্তাররাও আবেদন করতে পারেন। তবে সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৬৭ বছরের মধ্যে।

 

FREE ACCESS

Related Articles