IPL 2024খেলা

শামির পরিবর্ত নিল গুজরাট টাইটান্স, কেকেআর প্রাক্তনী এবার শামির পরিবর্ত

Shami was replaced by Gujarat Titans

The Truth of Bengal: কেকেআরের প্রাক্তনিকে এবার দলে নিল গুজরাট টাইটান্স । শামিকে  আইপিএলে না পাওয়ায় তার পরিবর্ত হিসেবে দলে নেওয়া হচ্ছে সন্দীপ ওয়ারিয়র কে । ৫০  লক্ষ টাকাতে টাইটান্স শিবিরের যোগ দিয়েছেন সন্দীপ। এই খবর এক্সে পোষ্ট করে নিশ্চিত  করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কতৃপক্ষ । চোট নিয়েই খেলেছেন বিশ্বকাপ। তার পর থেকে ২২ গজে‌ শামির  ফেরা হয়নি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি শামিকে  এবার আইপিএলেও পাওয়া যাবে না। তার চোট সারেনি। তার জায়গায় এবার নেওয়া হয়েছে তরুন খেলোয়াড়রকে। সন্দীপ ওয়ারিয়রকে দলে নিয়েছে গুজরাট টাইটানস।

সন্দীপ এর আগে কেকেআরের হয়ে মাঠে নেমেছেন আইপিএলে। যদিও খুব বেশি  অভিজ্ঞ নন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তরফ থেকে এক্সে জানানো হয়েছে শামির পরিবর্ত। গত ২৬ শে ফেব্রুয়ারি শামির  অস্ত্রোপচার হয়েছে। তার পর থেকে এখন বিশ্রামে রয়েছেন। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি শামিকে না পাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা গুজরাটের কাছে। গত বছর শেষবার মাঠে নেমেছিলেন ওডিআই বিশ্বকাপের সময়ে। তার পর ভারত যত গুলো ম্যাচ খেলেছে তার একটাতেও পাওয়া যায়নি শামিকে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে তাকে প্রথমে  রাখা হয়নি।

পরের টেস্টে ফিরবেন ভাবা হয়েছিল। কিন্তু চোট এতটাই গুরুতর যে পাঁচ ম্যাচের সিরিজে খেলার সম্ভাবনা নেই। এর পর জুনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেও তিনি  অনিশ্চিত  বলেই মনে করা হচ্ছে। গুজরাটের হয়ে গত মরসুমে বেশ ভালো ফর্মে ছিলেন শামি ।ওয়ারিয়র আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে আইপিএলে তার অভিজ্ঞতা খুব বেশি নেই । ৩২ বছর বয়সী সন্দীপ ওয়ারিয়র আইপিএলের মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। তিনি 50 লক্ষ টাকাতে টাইটান্স শিবিরের যোগ দিয়েছেন। শামির উপস্থিতি কতটা পূরণ করতে পারবেন তিনি এখন সেটাই দেখার বিষয়।

Related Articles