IPL 2024
Trending

জার্সি বদলের সিদ্ধান্ত আরসিবির! তবে কি শেষমেশ ভাগ্য ফিরবে বেঙ্গালুরুর?

The Truth Of Bengal: একের পর এক পরাজয়ের সম্মুখীন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই এবার জয়ের আশায় জার্সি বদলের সিদ্ধান্ত নিল ফাফ ডুপ্লেসির দল। চলতি ম্যাচ গুলোতে নীল- সবুজের সংমিশ্রণে দেখা যাবে আরসিবির যোদ্ধা দের। জার্সি বদলে ম্যাচ জেতার আশায় রয়েছে টিম বেঙ্গালুরু।

টানা ৬ টি ম্যাচে পরাজিত হওয়ার পর জার্সি বদলের সিদ্ধান্ত নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জার্সি বদলে  ভাগ্য ফেরানোর আশা করছেন বিরাট কোহলি সহ দলের অধিনায়ক ফাফ ডুপ্রেসি।  গণমাধ্যমে পোস্ট হওয়া একটি ফটোতে দলের নতুন জার্সিতে দেখা গেছে দলের অধিনায়ক ডুপ্রেসি সহ বিরাট কোহলি ও দীনেশ কার্তিক কে। সেই ছবির নিচে জার্সি বদলে দলের ভাগ্য ফেরার আশা করছেন তারা।

২০১১ থেকে প্রত্যেকটি আইপিএলে ১ টি করে ম্যাচে সবুজ জার্সি পরে মাঠে নাবতে দেখা গেছে বেঙ্গালুরুকে। বিশ্ববাসীকে সবুজ গাছ লাগানোর প্রতি যত্নশীল হওয়ার বার্তা দেওয়ার জন্য সবুজ জার্সি পরে থাকে আরসিবি। চলতি আইপিএল সিজিন-এ ঘরের মাঠে আর মাত্র ৩ টি ম্যাচ রয়েছে আরসিবির। তবে জার্সি বদলে ভাগ্য ফেরার আশায় রয়েছে ফ্যানরা।

Related Articles