IPL 2024

মায়াঙ্ক না খেলায় কি স্বস্তিতে নাইট বাহিনী ?

Mayank does not play in the relief of the night army?

The Truth Of Bengal :  এক্সপ্রেস গতির মায়াঙ্ক যাদব কে দেখা যায়নি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে । তবে তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিপক্ষ টিমের খেলোয়াড়রা । ব্যাটাররা তার গতিকে ভয় পাচ্ছে । এবার নাইট বাহিনীর বিপক্ষে ও তাকে দেখা যাবে না । তাতে কি খানিকটা হলেও স্বস্তিতে নাইটবাহিনী ?এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে ১৫৬ . ৭ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বল করেছিলেন। এবিষয়ে গৌতম গম্ভীর এবার মুখ খুললেন , বললেন একেবারেই তা নয় । গৌতম চ্যাম্পিয়ন মনোভাব নিয়ে বললেন এসব ভাবলে একদম চলবে না নিজেদের দক্ষতা অনুযায়ী লড়াই চালিয়ে যাবে বলেই উল্লেখ করেছেন গৌতম গম্ভীর। তিনি উল্লেখ করে জানিয়েছেন তাদের টিম চাইছেন বিপক্ষ টিম একেবারে ফিট থাকবে। ক্রিকেট কেরিয়ারে গৌতম নিজেও এভাবে এসেছেন বলে উল্লেখ করেছেন । প্রতিপক্ষ টিম সেরা নামাবে এবং তারাও সেই অনুযায়ী খেলবেন বলেই তিনি জানালেন ।

অপর দিকে মায়াঙ্ক অসুস্থ হ্ওয়ার দরুন খেলতে পারছেন না । কবে মাঠে নামবেন সে বিষয়ে জানা গিয়েছে আগামী ১৯ এপ্রিল তাকে ফের পাওয়া যাবে মাঠে ।

 

Related Articles